আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই দুর্গম পথের নির্ভীক যাত্রী – এমপি শাওন

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন ভোলা প্রতিনিধি :

স্বাধীন বাংলায় শেখ হাসিনা এবং গণতন্ত্র এক ও অভিন্ন সত্ত্বা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যার পর এদেশের গণতন্ত্রের পথকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল। ১৯৭৫-১৯৯৬ সাল, দীর্ঘ এই ২১ বছরের গণতন্ত্রের জন্য সংগ্রাম করে প্রাণ দিয়েছে গণতন্ত্রকামী হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মী।

অবশেষে ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় লাভ করলে গণতান্ত্রিক ধারার শুভ সূচনা হয়।

স্বাধীনতার পরবর্তী সময়ে গণতন্ত্রের ওপর যখনই আঘাত এসেছে তখনই জাতির সামনে গণতন্ত্রের ত্রাণকর্তা হিসেবে আর্বিভূত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

শুক্রবার ১১ জুন ২০২১ সকাল ১১ টায় বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে,বিডিও কনফারেন্সে দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয় ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে বিশেষ আলোচনা সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই দুর্গম পথের নির্ভীক যাত্রী।

এরপর তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত ও সুস্বাস্থ্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, কৃষক লীগের সভাপতি মোঃ মোখলেছুর রহমান হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সাইফুর রহমান আবির প্রমুখ।

আলোচনা সভা শেষ প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ