আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

যশোরে করোনা প্রতিরোধে আলোর পথিক সেচ্ছাসেবী সংগঠনের সচেতনতা ও লিফলেট বিতরণ

বাবু আহম্মেদ 

যশোর আলোর পথিক সেচ্ছাসেবী সংগঠন করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করে আসছেন নিরলস ভাবে, রাত দিন জনসেবা করে যাচ্ছে এই সংগঠন।

যশোর রেলস্টেশনে যাতায়াত রত যাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ ও যশোর রেলস্টেশনে যাত্রীদের ভালো ভাবে হাত ধোঁয়া ও পরিস্কার করার জন্য সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

সাবান ও মাস্ক পৌছে দিয়ে জনগণকে সচেতনতা
তৈরীর জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন।আলোর পথিক সেচ্ছাসেবী সংগঠন।আজ(২৭) মার্চ শুক্রবার যশোরের কয়েকটি মসজিদে সাবান বিতরণ করেন।

করোনা ভাইরাস প্রতিরোধে রাতের বেলা ঘরে ঘরে সাবান ও মাস্ক পৌছে দিয়ে জনগণকে সচেতনতার
তৈরী জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন আলোর পথিক সেচ্ছাসেবী সংগঠন।

আলোর পথিক সেচ্ছাসেবী সংগঠন বলেন,এ দেশ আমার আপনার সবার, সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করেছে। আর যারা সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন তারা নিজের ঘরে ১৪ দিন পর্যন্ত সেব কোয়ারান্টাইনে থাকবেন। কোনো প্রকার বাইরে বের হবেন না।পরিবারের সদস্যদের নিরাপদ রাখার জন্য দয়া করে তাদের সংস্পর্শ এড়িয়ে চলুন।

স্বেচ্ছাসেবীরা প্রবাসী নাগরিকদের উদ্দেশ্য আরও বলেন,আপনাদের যদি একাধিক ঘর না থাকে তাহলে আমাদের অবহিত করেন। আমারা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

যশোরের প্রতিটি ওয়ার্ডবাসীর উদ্দেশ্য আলোর পথিক সেচ্ছাসেবী সংগঠন বলেন, আপনারা এই নবেল করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে প্রত্যেকে যার যার অবস্থানে থেকে জনসচেতনতা গড়ে তুলুন। সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কারণ ছাড়া বাসার বাইরে যাওয়া থেকে বিরত থাকুন।

করোনাভাইরাস প্রতিরোধে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন যারা, রাতা হলেন।
*মোঃ নাঈম হোসেন রাব্বি
*মো সুইট
*মোঃ বিপু
*মো আরিফ হোসেন
*মো মাহবুব আলম রনি
*মো কামরান
*মো রায়হান
*তপু সাহা
*অমিত আকাশ
*শিপন
*শুব্রেতে শীল
*বিপল্প শিকদার
*সজীব হোসেন

আলোর পথিক সেচ্ছাসেবী সংগঠনের পহ্ম থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মুলক ব্যানার ঝুলানো ও লিফলেট বিতরণ ও যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার আহবান জানান।
যোগাযোগ মোঃ নাঈম হোসেন রাব্বি : 01921246019

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ