আজ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৩ ইং

নওগাঁয় করোনা ভাইরাস সচেতনায় রাস্তায় সেনাবাহিনী

 

মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রতিনিধিঃ

 

প্রাণঘাতি করোনা ভাইরাস সচেতনতায় এবার নওগাঁয় রাস্তায় নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে লিফলেট বিতরণ, মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকার পরামর্শ প্রদান করা করছে৷ বাজারে নিত্যপন্যের জিনিসের দাম বেড়েছে কিনা তা মনিটরিং করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর নিজস্ব গাড়ী দিয়ে শহরের মুল রাস্তায় রাস্তায় জীবানুনাশক স্প্রে করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড় ও গোস্তহাটির মোড়সহ বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসক হারুন অর রশীদ এর নেতৃত্বে সেনাবাহিনী রাস্তায় নেমে এ কাজ শুরু করেন।

বগুড়া সেনানিবাসের ১০ বি’র অধিনায়ক লে: কর্নেল মাহবুদ হাসানের নেতৃত্বে সেনাবাহিনী মাঠে কাজ করছে। কোথাও যেন জনসমাগম না হয় বা জনগণ যাতে অযথা বাহিরে বের না হয়ে বাড়িতে অবস্থান করেন, সে বিষয়ে তারা নজরদারি করছেন। মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছেন তারা।করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন কেউ বাড়াতে না পারেন, সে বিষয়টি তারা নিশ্চিত করছেন। জেলার ১১টি উপজেলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই সেনা সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ