আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

লালমোহনে স্কুল খোলার দাবীতে কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের প্রতিকী অনশন

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন ভোলা প্রতিনিধি:

জাতীয় বাজেটে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের জন্য অনুদান বরাদ্দ ও আগামী ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার ঘোষণা বহাল রাখার দাবিতে ভোলার লালমোহনে প্রতিকী অনশন করেছেন লালমোহন উপজেলা কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুল এ্যাসোসিয়েশন।
৯ জুন বুধবার সকাল ১১ টায় লালমোহন পৌর শহরের চৌরাস্তায় এ অনশন কর্মসূচি পালন করেন তারা।
এসময় সরকারের ঘোষণানুযায়ী আগামী ১৩ জুন স্কুল খুলে দেওয়া ও মহামারি করোনায় কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুল বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের জন্য জাতীয় বাজেটে অনুদান বরাদ্দ রাখার দাবি জানানো হয়।
প্রতিকী অনশনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। তিনি শিক্ষকদের দাবিগুলো মেনে নিতে সরকারের কাছে অনুরোধ জানান।
পরে শিক্ষকদেরকে জুস পান করিয়ে প্রতিকী অনশন সমাপ্ত করান উপজেলা চেয়ারম্যান।
অনশনে কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের আহবায়ক মোঃ রুহুল আমিন, যুগ্ম আহবায়ক ও সাংবাদিক জসিম জনি, ফরহাদ হোসেন, সদস্য সচিব আজিম উদ্দিন খান, উপজেলার সকল কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুলের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ