আজ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ ইং

ফেনীতে গার্মেন্টস সামগ্রী চুরির মালসহ গ্রেপ্তার চার জন 

আলাউদ্দিন সবুজ ফেনী প্রতিনিধিঃ

গতকাল র‌্যাব-৭, ফেনী ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গাজীপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে কাভার্ড ভ্যান যোগে গার্মেন্টস সামগ্রীবহন করে রওনা হয়ে ফেনী জেলার ফেনী সদর থানাথীন উত্তর চাড়ীপুরস্থ দেওয়ানগঞ্জ এলাকায় গাজীপুরের লিবার্টি নিট ওয়ার লিঃ এর এসব মালামাল ট্রাক মালিক ও ড্রাইভারের সহায়তায় ফেনীর একটি ওয়ারহাউজ মালিক সিন্ডিকেটের কাছে গোপনে নামিয়ে প্রতিটি বক্স হতে মালামাল কমিয়ে চুরি করে বিক্রি করা হচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ০৮ জুন ২০২১ ইং তারিখ সকালে র‌্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে উপস্থিত হওয়া মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০৪ (চার) জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা উক্ত স্থান থেকে আসামী
১। মোঃ আনোয়ার হোসেন আজাদ, (চুরি হওয়া মালামাল রিসিভার), পিতা- মৃত তাজুল ইসলাম, উত্তর চাড়ীপুর, হামিদ ভূইয়া বাড়ী, থানা ও জেলা- ফেনী,
২। মোঃ জাহাঙ্গীর আলম স্বপন, (গুদামের মালিক), পিতা- মোঃ শাহাজাহান, উত্তর চাড়ীপুর, মুক্তার বাড়ী, থানা ও জেলা- ফেনী,
৩। মোঃ হানিফ, (ট্রাক চালক), পিতা- মোঃ আবুল কাশেম, মধ্যম পাড়া, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা,
৪। মোঃ মহসিন, (ট্রাকের মালিক), পিতা- এম এ কাদের, বার কেরানী, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম উক্ত চার জনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের দেখানো ও সনাক্ত মতে উক্ত কাভার্ড ভ্যান হতে বিদেশে রপ্তানির জন্য ৩৩৫ কার্টনে মোট ১০,৭২০ পিস শীতের সুয়েটার এবং কাভার্ড ভ্যান (রেজিঃ নং- ঢাকা মেট্টো- ট- ২০-৬৭৮২) উদ্ধার করা হয়। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবৎ গার্মেন্টস এর এরুপ পন্য পরস্পর যোগসাজসে বিদেশে রপ্তানী করার পূর্বে প্রতি কার্টন থেকে উল্লেখযোগ্য সংখ্যক পিস রেখে দিয়ে আবার নতুন করে প্যাকেট ভর্তি করে বিদেশে রপ্তানী করার জন্য বিশ্বাসঘাতকতা করে আসতেছে বলে স্বীকার করে। এতে করে বিদেশী ক্রেতাদের কাছে বাংলাদেশী গার্মেন্টস শিল্পের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ