আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ ইং

ধামরাইয়ে বৃদ্ধকে হত্যা আটক পুত্রবধু

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে লাবু উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলের স্ত্রী সুমি আক্তারকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৮ জুন) দুপুরে ধামরাইয়ে বাইশাকান্দা পটলগ্রামের একটি পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লাবু উদ্দিন বাইশাকান্দা পটল গ্রামের বাসিন্দা। আটক সুমি আক্তার একই এলাকার জিয়াউদ্দিনের স্ত্রী।

পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকায় গিয়ে দুপুরে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহৃ রয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, বৃদ্ধ লাবু উদ্দিনকে মারধর করে পুকুরে ফেলে দেয়া হয়েছে। বিষয়টি গভীর ভাবে তদন্তের জন্য লাবুর পুত্র বধু সুমি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ