আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

হোম কোয়ারেন্টাইন না মানায় দোহারে একজনকে অর্থদন্ড ও বাড়ি লকডাউন

দোহার নবাবগঞ্জ প্রতিনিধি 

দোহারে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন না মানায় একজনকে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব জ্যোতি বিকাশ চন্দ্র এর মোবাইল কোর্ট এই দন্ড দেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রবিউল ইসলাম মিঠু, তার বাবার নাম শাহজাহান খান।
গ্রাম: ঝনকি, নারিশা, দোহার, ঢাকা। একইসাথে সম্পূর্ণ বাড়ি লকডাউন করা হয়েছে।
শুক্রবার দুপুরে দোহারের ঝনকি এলাকায় হোম কোয়ারেন্টাইন মানছে না এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় দোহার উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা। সেখানে তাকে স্ত্রী সন্তান নিয়ে অবস্থান করতে দেখা গেলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জনাব জ্যোতি বিকাশ চন্দ্র তাকে ৫০০০ টাকা জরিমানা করেন এবং সম্পূর্ন বাড়ি লকডাউন করার নির্দেশ দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ