আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

দেশের বিভিন্ন অঞ্চলে সরকারী কাজে সহয়তা করছে সেচ্ছাসেবী স্কাউটকর্মীগণ

ইব্রাহীম খলীল চাঁদপুর প্রতিনিধি

 

দেশের সকল বিপদে ও অপ্রতিকুল আবহাওয়ায় সবসময় দেশকে নিজের মত করে সেবা করেন স্কাউটকর্মীগণ। তাই প্রতিবারের মত এবারো জীবনের ঝুঁকি নিয়ে নোবেল করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে একদল তরুণ স্কাউটকর্মীদল।
সরাদেশে তারা বর্তমানে জনসমাগম স্হান,রাস্তা-ঘাট, হাট-বাজারে ছিটাচ্ছেন জীবাণুনাশক ঔষধ। যা করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সক্ষম। তারিই ন্যায় চাঁদপুর রোভার অঞ্চলের আয়োজনে ছিটানো হয় এই জীবাণুনাশক।
যাতে জেলা পর্যায়ে ২০ জন করে স্কাউটকর্মী অংশগ্রহণ করে। পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।
এতে জেলা থেকে নেতৃত্ব প্রধান করেন চাঁদপুর স্কাউট অঞ্চল ও রোভার স্কাউট গ্রুপ চাঁদপুর সরকারি কলেজ।
তাছাড়া চাঁদপুর সদর,হাজীগঞ্জ, শাহরাস্তিত ও জেলা পর্যায়ে সকল উপজেলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান রোভার প্রতিনিধিগণ।
তারা আরো বলেন, দেশের যেকোন বিপদে তারা সদা প্রস্তুত থেকে দেশকে সাহায্য করে যাবেন নিরলসভাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ