আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

কাজিপুরে গলায় ফাঁস দিয়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের কাজিপুরে আমজাদ হোসেন (৫১) নামের এক কৃষক গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করেছেন। তিনি উপজেলার শ্যামপুর গ্রামের মৃত আমির হোসেনের পুত্র। শনিবার (৫জুন) দিবাগত রাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। রোববার ভোরে তার শোবার ঘরে তীরের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আমজাত হোসেন আগে থেকেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি কানে কম শুনতেন। বছর দেড়েক আগে তার স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রী বিয়োগের পর থেকে মানসিক অবসাদটা আরো বেশী পরিমানে বেড়ে যায় তার। কারো সাথে তেমন কথা বার্তা বলতেন না। প্রায়ই স্ত্রীর কবরের পাশে গিয়ে কান্না করতেন।

নিহতের ছেলে দবির উদ্দিন জানান, “আমার বাবার মানসিক অবসাদটা বেড়ে গিয়েছিল। তিনি খাওয়া-দাওয়া ঠিত মত করতেন না। লোকজনের সাথেও তেমন কথা বলতেন না। আমার মা’র কবরের পাশে গিয়ে শুধু কান্নাকাটি করতেন।”

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, “খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পোস্টমর্টেমের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ