আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

সরাইলে দোকান পাট বন্ধে এস আই কামরুজ্জামানের অভিযান

হাসনাত কাইয়ুম, সরাইল প্রতিনিধি

 

করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেনতা বাড়াতে ও দোকান পাট বন্ধে অভিযানে নেমেছে অরুয়াইল পুলিশ ফাড়ির আই সি এস আই কামরুজ্জামান।

অাজ ২৭ মার্চ শুক্রবার বেলা ১০ টার সময় সরাইল উপজেলার পাকশিমূল ইউনিয়নের পাকশিমূল ও ভূইশ্বর বাজারে পুলিশ ফাড়ির আইসি মোঃ কামরুজ্জামান এর নেতৃত্তে পাকশিমূল বাজারে ও ভূইশ্বর বাজারে জনসচেতনতা বৃদ্ধিতে ও দোকান পাট বন্ধে এ অভিয়ান চালান। অভিয়ান চলাকালিন সময়ে দেখা য়ায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকশিমূল ও ভূইশ্বর বাজারে চার শ্রেনীর দোকান ব্যাতিত অনন্য দোকান ও খোলা ছিল এগুলো কঠোর হুশিয়ারীর মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বাজারে কিছু অপ্রোয়জনীয় লোক এলোপাতারী ঘুরাফেরা করলে তাদেরকে বাজার থেকে বের করে দেন।

এছাড়াও এস আই কামরুজ্জামান সাধারণ মানুষজনকে ঘরে থাকার আহবান জানানোর পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহারের তাগিদ দেন। তিনি বলেন দেশব্যাপী করোনাভাইরাস বিস্তার রোধে সরকারের নির্দেশনা অনুযাযী পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন সচেতনতাই এর অন্যতম প্রতিরোধ ব্যবস্থা, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই রোগের বিস্তার রোধে আমাদের সকলকে সচেতন হতে হবে।যারা বিদেশ ফেরত তাদেরকে নিজের এবং পরিবারের ভালোর জন্য ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এতে নিজে বাচবে এবং পরিবার ও সমাজ কে বাচাতে সাহায্য করবে।

অভিয়ান চলাকালিন সময়ে পাকশিমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম পাকশিমূল ইউনিয়ন আওয়ামীলীগের সাধরণ সম্পাদক আব্দুল আহাদ, মলাই মেম্বার ও মোয়াজ্জেম সহ পুলিশ ফাড়ির সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ