আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

মহেশখালীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে (বাপা) ও ওয়াটারকিপারস

মহেশখালী প্রতিনিধি :

বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি, বাঁচায় দেশ”-এ প্রতিপাদ্যের আলোকে কক্সবাজারের মহেশখালীতে উদযাপন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপারস বাংলাদেশ মহেশখালী আঞ্চলিক শাখার আয়োজনে ৫ জুন (শনিবার) সকাল ১১টার সময় মহেশখালী উপজেলা পরিষদ সংলগ্ন বাবুর দ্বীঘি ঐতিহাসিক বটতলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও গণ জমায়েতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সহ-সভাপতি শিক্ষক ও সাংবাদিক আমিনুল হক । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , কবি ও লেখক জাহেদ সরওয়ার । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি ও কোহেলীয়া নদী রক্ষা কমিটির আহবায়ক আবুল বশর পারভেজ । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সংবাদকর্মী আবু বক্কর ছিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন , সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক নেওয়াজ কামাল, সাংগঠনিক সম্পাদক আদিব, মহেশখালী প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মোস্তফা আলী (বিডিআর), সাবেক সহ-সভাপতি সিরাজুল হক সিরাজ, সাবেক সাংগঠনিক সম্পাদক এম রমজান আলী, অর্থ সম্পাদক মকছুদুর রহমান , বাপা সদস্য নজরুল ইসলাম , ও পরিবেশ কর্মী লিয়াকত আলী । এসময় বক্তারা ক্ষোভের সাথে বলেন, মহেশখালীর বন্যপ্রাণী ও পরিবেশ আজ বিলিন হতে চলেছে ।

মহেশখালীর প্যারাবন ও পাহাড়ী এলাকা ক্রমান্বয়ে নিধন হচ্ছে । বন খেকোরা আজ বেপরোয়া । তারা কার ইশারায় পাহাড় কেটে সমতল করছে? বক্তারা আরো বলেন, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ময়লা আবর্জনা ফেলে মহেশখালীর কোহেলিয়া নদী ভরাট এবং নদীর পানি দূষণ করে ফেলেছে । ঐ নদীর উপর নির্ভরশীল প্রায় তিন হাজারের অধিক জেলে পরিবারকে নিঃস্ব করে দিয়েছে এই কোহেলিয়া নদী ভরাটের মধ্যে দিয়ে । বক্তারা কোহেলিয়া নদী রক্ষা সহ পরিবেশ রক্ষার দাবীতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার আহবান জানান ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ