আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

সাভার বাজার রোড, ব্যস্ততম রাস্তা এখন জনমানবহীন

প্রিন্স ঘোষ

সাভার বাজার রোড , সাভার উপজেলার একটি ব্যস্ততম রাস্তা যেখানে এখন মানুষের আনাগনা সীমিত । বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব বাড়ার সাথে সাথে তা রোধ করার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করে সরকার , যার ধারাবাহিকতায় গত ২৫ মার্চ থেকে রাস্তায় মানুষের চলাচল সীমিত করা হয় এবং ফার্মেসী ও খাবার কেনার জন্য কিছু দোকান বাদে সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয় স্রকার । এরপর থেকেই সাভারের সবচাইতে জনবহুল একটি রাস্তা এখন খালি পরে আছে। পুলিশ নিয়মিত টহল দিচ্ছে যাতে প্রয়োজন ব্যতিত কেউ রাস্তায় ঘোরা ফেরা করতে না পারে। এই সম্পর্কে সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা পুলিশের এই টহল দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানায় এবং তারা বলেন সরকারের নির্দশনা মেনে তারা চলতে চায় যাতে খুব তারাতারি করোনা নামক অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায়

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ