আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

ধামরাইয়ে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে ফুলবানু (৬৫) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ( ২৮ মে) সকালে উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ডা এলাকার একটি বরই গাছে থেকে ঝুলন্ত অবস্থায় নিহত ফুলবানুর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ফুলবানু উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড এলাকার মৃত মেন্দু বেপারীর মেয়ে। সে একজন স্বামী পরিত্যাক্তা নারী।

এলাকাবাসী জানায়, মতিয়ার রহমান ও তার স্ত্রী নিলুফা দু’জনই তাদের বোন ফুলবানুর বাড়িতে বসবাস করে। গতকাল বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে ফুলবানুর ভাই মোঃ মতিয়ার রহমান মতি এবং তার ভাবী নিলুফা আক্তারের সাথে পারিবারিক কথা নিয়ে ফুলবানুর ঝগড়া হয়। এসময় তার ভাই ও ভাবী দুজন মিলে ফুলবানু কে মারধর করে। পরে এলাকাবাসী এসে তাদের ঝগড়া থামায়। পরদিন শুক্রবার সকালে বাড়ির বরই গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

এলাকাবাসী ফুলবানুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ধামরাই থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ফুলবানুর মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ধামরাই থানা পুলিশ উপ- পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ফুলবানুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ