আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

লালমোহনে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানিবন্ধি নিম্নাঞ্চলের মানুষ

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন, ভোলা প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতের তোড়ে লর্ডহার্ডিঞ্জ, ধলীগৌরনগর, পশ্চিম চর উমেদ, বদরপুর নিন্মাঞ্চল প্লাবিত।সকাল থেকে বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ায় জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল সমূহ প্লাবিত হয়েছে।এতে করে পুকুরের ও ঘেরের মাছ জোয়ারের সাথে ভেসে গেছে।এতে ওই সমস্ত এলাকার শত শত মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।এদিকে লালমোহনে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।গত মঙ্গলবার চেয়েও বুধবার জোয়ারের পানি বেশী বৃদ্ধি পেয়েছে।এতে করে মানুষ পানিবন্ধী হয়ে পড়ছে আরও বেশী।

গতদিনের পানি না নামতেই আবার জোয়ার পানি আসায় সাধারন মানুষ বেশী ভোগান্তিতে পড়ছে। তবে ভাঙ্গন কবলিত এলকাগুলো উপজেলা নির্বাহী অফিসার ঘুরে ঘুরে দেখেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল – নোমান জানান, জোয়ারে নিম্নাঞ্চল ৬-৭ ফুট প্লাবিত হয়েছে। গতদিনের চেয়ে আজ পানি আরও বেশি বৃদ্ধি পেয়েছে। নতুন এলাকা প্লাবিত হওয়ায় শত শত মানুষ পানিবন্ধী হয়ে পড়ছে। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারগুলোকে রাতেই শুকনা খাবার দিয়েছি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের খোজ খবর নিচ্ছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ