রনজিত কুমার পাল (বাবু)নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ও ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি শহীদ পরিবারের সন্তান শহীদ বুদ্ধিজীবি স্বর্গীয় দীনেশ রায় মৌলিক এর সন্তান দেবেশ রায় মৌলিক স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪শে মে-২০২১ খ্রীস্টাব্দ) র রাত ৮ টায় পরলোকগমন করছেন (দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।
তিনি বেশ কিছুদিন যাবৎ হার্টের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
মৃত্যুকালে স্ত্রী, পুত্র, কন্যা,জামাতা,পুত্রবধূ,আত্মীয় স্বজন,অগণিত ছাত্র-ছাত্রী, সুধী সমাজ,সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তাহার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা সহ প্রয়াতের বিদেহী আত্মার সদগতি শান্তি ও স্বর্গবাস কামনা করেছে ধামরাই ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মন্ডলী, শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটি, শ্রীশ্রী লোকনাথ মন্দির পরিচালনা পর্ষদ,বড় বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটি সহ বিভিন্ন মন্দির কমিটি সহ অগনিত ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী ও সমাজের নানা স্তরের লোকজন।
এতদ্ অঞ্চলের বিশিষ্টজনদের ভাষ্য ধামরাইবাসী একজন গুনী শিক্ষাবিদ হারালেন।
তিনি শুধু একজন আদর্শ শিক্ষক নন সেই সাথে কবি,সাহিত্যক, প্রাবন্ধিক ও একজন সুবক্তা হিসেবে সর্বমহলে প্রসংশিত ও সমাদৃত ছিলেন।
রাতে তাহার শবদেহে শ্রদ্ধার্ঘ পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ধামরাই মহাশ্মশানে সৎকার দাহ কার্য সুসম্পন্ন করা হয়েছে।