আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ ইং

নিখোঁজ বাবাকে ফিরে পেতে ছেলের আকুতি 

মোঃ আরাফাত রহমান: জাককানইবি প্রতিনিধি:

বাড়ি থেকে বের হয়ে ঘরে ফিরেননি বাবা; বাবাকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন ছেলে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের হুমায়ুন কবির রিপন নামে একব্যাক্তি গতকাল থেকে নিখোঁজ রয়েছেন। তিনি অবসরপ্রাপ্ত বিজিবির জওয়ান। কিছুদিন আগে স্ট্রোক করেন। স্ট্রোক করার পর থেকে উনি স্পষ্ট করে কথা বলতে পারেন না।

গতকাল বৃহস্পতিবার (২০মে) দুপুর বেলা নিজ বাড়ি থেকে বেড় হয়ে সোহাগী বাজারের উদ্দেশ্য বের হয়ে যান। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বের হওয়ার সময় উনার পরনে ছিলো লুঙ্গি আর চেক চেক ফতোয়া।

নিখোঁজ ব্যাক্তির ছেলে এম মাহমুদ কবির তপু বলেন, “যদি কোনো সহৃদয়বান ব্যাক্তি আমার বাবার খোঁজ জেনে থাকেন অথবা কোথাও দেখে থাকেন তবে অনুগ্রহ পূর্বক আমার নাম্বারে যোগাযোগ করুন। 01723399283 (তপু)।” সেই সাথে তিনি এই বার্তাটি ছড়িয়ে দিয়ে তার অসুস্থ বাবাকে সন্তানদের মাঝে ফিরিয়ে দেওয়ার আকুতি প্রদান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ