বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে র্যাব-৫ সিপিসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮০৫ গ্রাম হিরোইন সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
বুধবার (১৯ মে ) আনুমানিক ১৫.৩০ ঘটিকায়
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাজীপাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে ৮০৫ গ্রাম হেরোইন,০১ টি মোবাইল,০২ টি সীমকার্ড,০১
টি মেমোরিকাড সহ রাজশাহী জেলার তানোর থানাধীন তানোর মধ্য পাড়া এলাকার আকরামের ছেলে ইমরান হোসেন (২৪) কে গ্রেফতার করেন।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।