আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে প্রেসক্লাব মধুপুরের সাংবাদিক গন প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, নির্যাতনের প্রতিবাদ ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। আজ বুধবার বিকেল ৪ টার দিকে টাঙ্গাইলের মধুপুর বাসস্টান্ড আনারস চত্তরে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন প্রেসক্লাব মধুপুরের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, জাহীদুল কবীর, আঃ আজিজ, আবুল হোসেন প্রমুখ । এসময় প্রেসক্লাবের অন্যান্য সদসগন উপস্হিত ছিলেন।
বক্তারা বলেন, রোজিনা ইসলাম স্বাস্থ্য বিভাগের দুর্নীতির অনেক প্রতিবেদন করেছেন। তার মতো একজন সিনিয়র ও দায়িত্বশীল সাংবাদিককে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা ও নির্যাতন করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে মিথ্যা মামলাও দেয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অভিযুক্ত অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমসহ মদদদাতাদের শাস্তি নিশ্চিত করা হোক।