আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

নওগাঁয় গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর মান্দায় ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
বুধবার সকালে উপজেলার মৈনম ইউপির ভোলাবাজার এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার মৈনম ইউপির বদ্দপুর গ্রামের আব্দুর সামাদের ছেলে আলমগীর হোসেন (৩৩) ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মৈনম এলাকায় অভিযান চালিয়ে ভোলাবাজার নামক স্থান থেকে তাকে পুলিশের উপপরিদর্শক জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গাঁজাসহ তাকে আটক করেন।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ