আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ ইং

রাণীনগরে বিদেশ ফেরৎ ৭৬ জনে কে খুঁজছে স্থানীয় প্রসাশন

মোঃ ফিরোজ হোসেন 

নওগাঁ প্রতিনিধিঃ

বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলতি মাসে- নওগাঁর রাণীনগর উপজেলায় ফিরেছে ৯১ জন। এর মধ্যে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রসাশনের তালিকায় হোম কোয়ারেন্টাইনে থাকা মাত্র ১৫ ব্যক্তির হদিস মিলেছে। বাঁকী ৭৬ জনের খোঁজ জানেনা প্রসাশন ও স্বাস্থ্য বিভাগ। ফলে বিদেশ ফেরত ব্যক্তিদের দেহে সংক্রমন থাকলে অবাধে চলা ফেরার কারণে করোনা ভাইরাসের সংক্রমন ছড়িয়ে পরার আশঙ্কা করছেন স্থানীয়রা। নওগাঁ জেলা সিভিল সার্জন আখতারুজ্জামান বলেন, বিভিন্ন দেশে কোরনা ভাইরাস আক্রমণের পর চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে শনিবার রাত পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে নওগাঁর রাণীনগর উপজেলায় ৯১ জন এসেছেন। এদের প্রত্যেককেই হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। সিভিল সার্জন এমন খবর জানালেও রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রসাশনের নজরে শনিবার বিকেল পর্যন্ত মাত্র ১২ জন থেকে রোববার দুপুর পর্যন্ত আরো তিন জন বেরে ১৫ জনে পৌছেছে। এ ছাড়া বাঁকী আরো ৭৬ জন তারা হোম কোয়ারেন্টাইনে আছেন কি না বা কারা এই ৭৬ জন এমন খোঁজ জানেন না কর্মকর্তারা। ফলে অবাধ চলা ফেরা বা লোকালয়ে সংস্পর্শে থাকলে এবং তাদের শরীরে ভাইরাস থাকলে তা দ্রুত সংক্রমন ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কেএইচএম ইফতেখারুল আলম খাঁন বলেন, এপর্যন্ত আমরা হোম কোয়ারেন্টাইনে থাকা ১৫ জনের খোঁজ পেয়েছি এবং স্বাস্থ্য কর্মীরা নজদারী করছেন। বাঁকীদের সন্ধ্যান করা হচ্ছে। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন,বিদেশ ফেরতদের অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। হোম কোয়ারেন্টাইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া তালিকা অনুযায়ী বাঁকী ৭৬ জনকে সনাক্ত করে হোম- কোয়ান্টোইনে থাকতে মাঠ পর্যায়ে খুবই জোড়ালো ভাবে কাজ চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ