আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

আত্রাইয়ে করোনা সর্তকতায় আল-বারাকা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র সচেতনতা মূলক লিফলেট বিতরণ

মোঃ ফিরোজ হোসেন 

নওগাঁ প্রতিনিধি

 

করোনা ভাইরাস বিষয়ের সচেতনতা বাড়াতে নওগাঁর আত্রাইয়ে লিফলেট বিতরণ ও ব্যানার টাঙ্গিয়ে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেছে আত্রাইয়ের সেচ্ছাসেবী সংগঠন “আল-বারাকা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ” । আত্রাই উপজেলা চত্বর, ব্রীজের মোড় থেকে শুরু করে শহরের
বিভিন্ন মোড়, বিভিন্ন বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় করোনা ভাইরাস বিষয়ের সচেতনতা বাড়াতে এ লিফলেট বিতরণ করা হয়।

আত্রাইয়ের সেচ্ছাসেবী সংগঠন “এ,বি,ডি,এফ’র ” উদ্যোগে এবং সি,ই,আর এর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০ ঘটিকা হতে দিনব্যাপী করোনা ভাইরাস করনীয় এবং আইইডিসিআরএর হট লাইন নম্বরসহ গণসচেতনতার লক্ষ্যে এ লিফলেট বিতরণে সময়স্বতস্ফুর্ত অংশ নেন এ,বি,ডি,এফ’ সংগঠনের প্রকল্প কর্মকর্তা মো.আব্দুল মান্নান প্রামাণিক,এরিয়া ট্রেইনার মো.মিজানুর রহমান, মো.মোরশেদ আলম পোল্টু,মো.তারিকুল ইসলাম, মো.মাহাবুর রহমান,মো.দেওয়ান মোয়াজ্জেম হোসেন, আবু হেনা মো.মোস্তফা কামাল মোনাক্কা, প্রমুখ।
প্রত্যেকের হাতে লিফলেট ধরিয়ে দিয়ে নিজের এবং বাড়ীতে থাকা মানুষের প্রতি সচেতনতা পারে এই ভয়াবহ করোনা ভাইরাস থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করতে । কোন কিছু খাওয়ার আগেই বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। এবং অসুস্থ হলে সাথে সাথে আইইডিসিআর এর নম্বরে ফোন বা হাসাপাতালে বিস্তারিত জানাতে হবে বলে জনসাধারণকে সচেতন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ