মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নজিপুর পৌরসভার করোনা ভাইরাস এর সচেতনা সর্তক থাকাবার জন্য হাত পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে হবে নওগাঁ নজিপুর পৌরসভার মিয়র মোঃ রেজাউল কবির ( বাবু) এলাকায় বিভিন্ন মোড়ে হাত ধোবার ব্যাবস্হা করেছেন ৷ সবার কাছে তিনি বলেন প্রথমে নিজে হাত পরিস্কার করুন এবং অন্যদের হাত পরিস্কারের পরামর্শ দিন৷
যেন আমরা সবাই করোনা ভাইরাস থেকে মুক্তি পাই