আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ঝালকাঠিতে বেঁদে সম্প্রদায়ের কাছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ইমাম হোসেন :

ঝালকাঠিতে বেঁদে সম্প্রদায়ের কাছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্যসামগ্রী নিয়ে হাজির জেলা প্রশাসক। ঝালকাঠির জেলার সদর উপজেলাধীন গাবখান এলাকার চারটি নদীর সংযোক স্থল ( মোহনা ) তীরে গড়ে ওঠা ইকোপার্কে আশ্রয় নেওয়া বেঁদে সম্প্রদায়ের ৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্যসামগ্রী দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী সুগন্ধা-বিষখালী-ধানসিঁড়ি-গাবখান নদীর মোহনায় আশ্রয় নেওয়া বেদে সম্প্রদায়ের মানুষের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল, ডাল, আলু, চিনি, তেল ইত্যাদি খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন।

এ বিষয় ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, ঝালকাঠিতে অবস্থিত চার নদীর মোহনা তীরে ইকোপার্কে বেঁদে সম্প্রদায়ের বহরের অর্ধশত পরিবার আশ্রয় নেয়। করোনাকালে তাঁরা কষ্টে দিন কাটাচ্ছেন খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী নিয়ে যাওয়া হয়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে তাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান, নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা, সায়েম ইমরান উপস্থিত ছিলেন । প্যাকেট পেয়ে খুশি বেদে বহরের অর্ধশত পরিবার। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পেয়ে বেঁদে সম্প্রদায় বহরের পরিবার গুলো খুশি হন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ