আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ের ৫ শতাধিক পরিবারকে নগদ অর্থ, বস্ত্র ও খাদ্য বিতরণ

রনজিত কুমার পাল (বাবু)নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাই উপজেলার পাঁচ শতাধিক নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফুটালেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা।

বুধবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ধামরাই উপজেলাধীন সূতিপাড়া ইউনিয়ন পরিষদে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি ৫’শতাধিক পরিবারের মাঝে বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পাঠানো ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

প্রতিটি পরিবারকে ৪৫০ টাকা করে নগদ অর্থ এবং বস্ত্র ও ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে আনন্দে উদ্ভাসিত ও মহাখুশী হতদরিদ্ররা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউপি চেয়ারম্যান রাজার মঙ্গল কামনা করে মহান স্রষ্টার দরবারে দোয়া প্রার্থনা করেন।

সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা বলেন, গরিব দঃখী মানুষের মুখে হাসি দেখে আমি সত্যিই পুলকিত ও আনন্দিত। এ প্রশংসার দাবিদার কেবলই মানবতার মা বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন মানবতার মা শেখ হাসিনা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ