নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের শাহজাদপুরে ভ্যানে করে সবজি বিক্রি করতে যাওয়ার সময় আনোয়ার হোসেন গণি (২৬) নামের এক যুবক প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছে। নিহত আনোয়ার হোসেন গণি উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ গ্রামের মোঃ আবুল ফকিরে ছেলে। সে পেশায় একজন সবজি বিক্রেতা।জানা যায়, সোমবার (১০ মে) ভোর ৬টায় প্রতিদিনের মতো সবজি নিয়ে ভ্যান যোগে উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিশাকোল বাজারে যাওয়ার সময় বগুড়া নগরবাড়ি মহাসড়কের মশিপুর কবরস্থানের সামনে পৌছেলে তাকে পেছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৪৫৪৭-৪৪) ধাক্কা দেয়।পরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় মুমুর্ষ আহত সবজি বিক্রেতা আনোয়ার হোসেন গণিকে ফায়ার সার্ভিস সদস্যরা ও স্থানীয়রা উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন গণিকে মৃত ঘোষনা করেন।শাহজাদপুর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রূত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ এসে ঘাতক ট্রাকটি তাদের জিম্মায় নিয়ে গেছে এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, ভোরেই দুর্ঘটনার সংবাদ পেয়ে সাব-ইন্সপেক্টর ফিরোজ সহ হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক প্রাইভেটকারটি ভাড়ায় যাত্রি নিয়ে ঢাকা থেকে পাবনা অভিমূখে যাচ্ছিল। প্রাইভেটকারটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে, চালক ও যাত্রিরা পালিয়ে গেছে।