আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

মহেশখালীতে অসহায় নারী-পুরুষের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন তামান্না

মহেশখালী প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় জনপ্রতি ৪ হাজার টাকা করে ৬০জন হত-দরিদ্র , বয়স্ক , বিধবা ও প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে নগত অর্থ সহায়তা দিলেন মরহুম জাফর আহমদ এর ছোট মেয়ে ফারহানা আহমেদ তামান্না । বাবার পথ অনুসরণ করে মরহুম জাফর আহমেদ এর স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষে প্রতিবছরের ন্যায় এবারও সেই গরীব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তারই সু-যোগ্য কন্যা ফারহানা আহমেদ তামান্না । তামান্না রাজধানী ঢাকায় বসবাস করলেও ভুলে যাননি তার পিতার জন্ম স্থান মহেশখালীর মাটি ও মানুষকে । ১০ মে (সোমবার) বিকাল ৩টার সময় মহেশখালী উপজেলা কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামে গরীব, অসহায় ও প্রতিবন্ধী ৬০ জন নারী-পুরুষের মাঝে প্রতি জনকে ৪ হাজার টাকা করে নগদ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন । প্রতি বছরের ন্যায় অর্থ বিতরণে সার্বিক সহযোগিতা ও সুষ্ঠু বন্টনে সার্বক্ষণিক তদারকি করেন মরহুম জাফর আহমেদ এর ভাতিজা জার্মানী বন ইউনিভার্সিটি থেকে সদ্য পিএইচডি অর্জনকারী ড. মোহাম্মদ হোসেন বিধু । মানুষকে আর্থিক সহায়তা দানের ব্যাপারে ফারহানা অাহমেদ তামান্না বলেন , অামার পিতা যে ভাবে অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে গেছেন, আমিও একইভাবে এই মানুষগুলোর পাশে থাকতে চাই । তার এই সাহায্য সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি । এদিকে এলাকার অসহায় নারী-পুরুষ গুলো দেশের এই দুর্যোগকালীন মুহুর্তে পবিত্র রমজান মাসে নগত ৪ হাজার টাকা করে অর্থ সহায়তা পেয়ে আবেগ আপ্লুত । তাদের একজন বলেন, এই বিপদের সময় টাকা গুলো পেয়ে আমি অত্যন্ত অানন্দিত হয়েছি , অামরা অামাদের মেয়ে ফারহানা অাহমেদ তামান্না’র এর জন্য মহান অাল্লাহর কাছে প্রার্থনা করছি । ১০ মে (সোমবার) মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা মাঝেরপাড়া মরহুম জাফর অাহমেদ এর গ্রামের বাড়ীতে ফারহানা অাহমেদ তামান্নার পক্ষে এই অর্থ বিতরণ করেন তার স্বজনরা ।
উল্লেখ্য ঃ মরহুম জাফর আহমেদ এর ছোট মেয়ে ফারহানা আহমেদ তামান্না প্রতিবছর রমজানের ঈদের আগে ও কোরবানির ঈদের আগে এলাকার গরীব অসহায় ও প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে নগত অর্থ বিতরণ করে থাকেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ