আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

বিধিনিষেধ অমান্য করে পদ্মায় যাত্রী পারাপার করায় ১৮ ট্রলার জব্দ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি : 

করোনা সংক্রমণরোধে সরকারের বিধিনিষেধ অমান্য করে যাত্রী পারাপার করায় মুন্সীগঞ্জের পদ্মা নদী থেকে ১৮টি ট্রলার জব্দ করেছে নৌ-পুলিশ। রবিবার ০৯ মে সকাল থেকে বিকেল পর্যন্ত মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট, ঘাটের পার্শ্ববর্তী এলাকা ও পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ট্রলারগুলো জব্দ করা হয়। এর আগে শনিবার ০৮ মে একই অভিযোগে ছয়টি ট্রলার জব্দ করা হয়েছিল

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, করোনার কারণে সরকারঘোষিত লকডাউনে লঞ্চ, স্পিডবোট ও ট্রলারে যাত্রী পারাপার এখন নিষেধ। কিন্তু যাত্রীরা বেপরোয়া হয়ে উঠেছেন। বিধিনিষেধ উপেক্ষা করে ট্রলারে করে যাচ্ছেন। এজন্য শিমুলিয়া ঘাট, কান্দিপাড়া, মাওয়া মৎস্য আড়ত ও পদ্মা নদীর লৌহজং চ্যানেল থেকে ১৮টি ট্রলার জব্দ করা হয়।

তিনি বলেন, জব্দ করা ট্রলারের চালকদের আটক করা হয়। তবে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা ট্রলার নৌ-পুলিশের হেফাজতে আছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ