আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে তৃতীয় লিঙ্গের পাশে জাবি’র সামিয়া হাসান

নিজস্ব প্রতিবেদক :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫ তম আবর্তনের শিক্ষার্থী সামিয়া হাসান ও তার সহপাঠিদের উদ্যোগে ৩০ জন তৃতীয় লিঙ্গের জন্য ঈদ বাজার ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন। এ ছাড়া তাদের মধ্যে গাছের চারা বিতরন করা হয়েছে। রবিবার বিকেলে সাভার পৌর এলাকার ভাটপাড়ায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরনকৃত সামগ্রীর মধ্যে পোলার চাল,তেল,সেমাই,চিনি ও গুড়া দুধ উল্লেখযোগ্য।
উল্লেখ্য, ২০২০ সালে সামিয়া হাসান তার কাজের স্বীকৃতি হিসেবে আইভিডি অ্যাওয়ার্ড জি-৫ পুরস্কার এবং ২০২১ সালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডাবর আমলা থেকে বিজয়িনী পদক অর্জন করেন।
এসময় সামিয়া হাসান বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ আমাদের মতোই সাধারণ মানুষ। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গায় থেকে তাদের পাশে দাঁড়ানো। এই করোনা মহামারিতে তাঁরাও যেনো সাধারণ মানুষের মতো বাঁচতে পারে সে সুযোগ করে দেওয়ার জন্য সাবার প্রতি আহ্বান জানান তিনি।
এ ঈদ সামগ্রী বিতরণে সার্বিক সহায়তা করেন, ছাত্রলীগ নেতা ইমরান হাসান নাহিদ, রেড ক্রিসেন্টে কর্মী ও গণস্বাস্থ্য মেডিকেলের শিক্ষার্থী
ইমন চৌধুরী প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ