আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

কামারখন্দে ফসলি জমিতে পুকুর খনন যুবককে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের কামারখন্দে ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করার অভিযোগে সাদ্দাম সরকার (৩২) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।এ সময় মাটিবাহী একটি ট্রলি জব্দ করা হয়। শনিবার বিকেলে উপজেলার চৌবাড়ী গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম সরকার বেলকুচি উপজেলার শেলবড়িসা গ্রামের শাহাদত আলী সরকারের ছেলে।কামারখন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. নাজমুন নাহার জানান, চৌবাড়ী গ্রামে সরকারি অনুমতি না নিয়ে এক ব্যক্তি ফসলি জমি থেকে পুকুর খনন করে মাটি বিক্রি করছে। এজন্য একাধিকবার ওই ব্যক্তিকে পুকুর খনন বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়। কিন্তু নির্দেশনা উপেক্ষা করে পুকুর খনন করায় ওই ব্যক্তিকে না পাওয়ায় তার সহযোগীকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় মাটিবাহী একটি ট্রলি জব্দ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ