আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

শাহজাদপুরে ভিজিএফ’র অর্থ বিতরনঃ দুস্থ হতদরিদ্রদের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পৌরসভাসহ ১৩ টি ইউনিয়নে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মর্সূচির আওতায় দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ৪৫০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান শুরু হয়েছে ।বৃহস্পতি বার সোনাতুনী ইউনিয়নে এ কার্যক্রম শুরু করা হয়। আজ শনিবার পৌরসভায় ভিজিএফ এর অর্থ বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী। এদিন ১৩ টি ইউনিয়েনর মধ্যে ৮ টি ইউনিয়নে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এগুলো হচ্ছে উপজেলার কৈজুরী, গালা,হাবিবুল্লাহ নগর,কায়েমপুর, বেলতৈল, পোতাজিয়া, রুপবাটি ও গারাদাহ ইউনিয়ন। হাবিবুল্লাহ নগর ইউনিয়নে উপস্থিথ থেকে বিতরণ করেন চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু, কায়েমপুরে চেয়ারম্যান হাসেবুল হক হাসান, গালা ইউনিয়নে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন। এছারাও অন্যান্য ইউনিয়নে চেয়ারম্যানবৃন্দ এ অর্থ বিতরন করেন। বাকি ৪ টি ইউনিয়নে আগামীকাল রবিবার সকাল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানা গেছে। আজ সকাল ১০ টায় কৈজুরী ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুুল কালাম আজাদ অর্থ বিতরনের উদ্বোধন করেন, এসময় উপস্থিত ছিলেন, কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। উপজেলার পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে মোট ৯০ হাজার ৮শ ১৯ জন মানুষকে মাথা পিছু ৪৫০ টাকা করে দেয়া হচ্ছে। উপজেলায় মোট ৪ কোটি ৮ লক্ষ ৬৮ হাজার ৫শ ৫০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ।এব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা জানান, করোনাকালীন সময়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যাবস্থাপনা শাখা কতৃক বরাদ্দকৃত আসন্ন পবিত্র ঈলুল ফিতর উপলক্ষে শাহজাদপুর উপজেলায় পৌরসভাসহ ১৩ টি ইউনিয়নের দরিদ্রদের মাথা পিছু ৪৫০ টাকা করে দেয়া হচ্ছে। সরকারি নির্দেশানুযায়ী এ অর্থ বিতরন করা হচ্ছে । তিনি আরো বলেন এ অর্থ বিতরনে কোথাও কোন অনিয়মের অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে। এ দিকে ঈদকে সামনে রেখে সরকারের এ বরাদ্দকৃত টাকা পেয়ে দুস্থ, হতদরিদ্ররা আনন্দীত হয়ে বলেন, এই দুর্দিনে আমরা এ অর্থ পেয়ে খুব খুশি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ