আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

তুমি রবে নিরবে হৃদয়ে মম’

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের শাহজাদপুরের নিরবে নিভৃতে কেটে যাচ্ছে বিশ্ব কবিরবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তমজন্ম বার্ষিকী। ১৯৯১ সন থেকে সরকারি ভাবে শাহজাদপুুরে প্রতিবছর সিরাজগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে ২৫, ২৬, ২৭শে বৈশাখ ৩ দিন ব্যাপি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তি নানা আয়োজনে পালন করা হলেও গত বছরের মত এ বছর ও করোনা ভাইরাসের কারণে নিরবে নিভৃতে কেটে যাচ্ছে দিবসটি। আজ ২৫শে বৈশাখ, রবীন্দ্রনাথের ১৬০ তম জন্ম-জয়ন্তি। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সারাদেশ ব্যাপি কোন প্রকার সভা, সমাবেশ, অনুষ্ঠান সরকারিভাবে বন্ধ থাকায় কবি গুরুর স্মৃতিবিজরিত শাহজাদপুরের কাছারীবাড়ী ভক্ত অনুরাগীশূন্য কবির জন্মদিনে। প্রতিবছর কবি গুরুর জন্মদিনে দেশ ও বিদেশ থেকে কবি গুরুর ভক্ত, গবেষক অনুরাগীদের পদচারনায় মুখরিত হয়ে থাকে কবি গুরুর জন্ম-জয়ন্তি ৩ দিন ব্যাপি অনুষ্ঠান মালায়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের তথ্যাবধানে বসে রবি মেলা। এবারে জন্ম-জয়ন্তিতে দূর্যোগপূর্ণ হওয়ায় ভক্ত অনুরাগীদের মনের মধ্যে চরম কষ্ট অনুভব করছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা জানান, করোনার মহামরির কারণে সারা দেশে সকল অনুষ্ঠানাদি বন্ধ রয়েছে। যে কারণে এবারের বীন্দ্র উৎসব জেলা প্রশাসকের পক্ষ থেকে পালনের কোন প্রকার নির্দেশনা দেওয়া কবির জন্ম উৎসব সরকারি ভাবে পালন করতে না পারায় আমরাও দুঃখ প্রকাশ করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ