আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ভুট্টা ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দেড়শতাধিক জমির ভুট্টা ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা।গেল কয়েকদিন ধরে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বগুলাবাড়ি গ্রামে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে সহায়তা প্রদানে আশ্বস্ত করে উপজেলা কৃষি অফিস। সেইসঙ্গে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে পাঁচ সদস্য বিশিষ্ট্য একটি তদন্ত টিম গঠন করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, গেল কয়েকদিন ধরে লোক চক্ষুর আড়ালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বগুলাবাড়ি গ্রামের প্রায় শতাধিক কৃষকের ১৬০ বিঘা আবাদি জমির ভুট্টা ক্ষেত নষ্ট করতে থাকে দুর্বৃত্তরা। পরবর্তীতে উপায় না পেয়ে উপজেলা প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ দেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। এ অবস্থায় ঋণ করে ভুট্টা আবাদ করে ফলন নষ্ট হয়ে যাওয়ায় দুঃশ্চিন্তায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা।
অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ বৃহস্পতিবার (৬ মে) মাঠ পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। এ সময় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা প্রদানসহ একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তারা।
উপজেলা কৃষি অফিসার সুবত চন্দ্র রায় জানান, ঘটনাস্থল পদির্শন করে তালিকা প্রণয়ন করা হচ্ছে। আমরা চেষ্টা করবো তাদের সহায়তা প্রদানে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পাঁচ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে। কারা এর সাথে জড়িত তা উদঘাটনে তদন্ত টিম কাজ করবে। আগামী ৭ দিনের মধ্যে তা জমা দিতে বলা হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে আছি।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ