আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

হাজার মাস অপেক্ষা উত্তম একটি রাত শবে কদর

মোঃ মুশফিক হাওলাদার  :

শবে কদরের অনেক মর্যাদা ও ফযীলত রয়েছে। এই মহিমান্বিত রজনী এতোটাই ফযীলত পূর্ণ যে, এই রজনীর মহিমা বর্ণনা করে মহান আল্লাহ্ তা’আলা কদর নামে একটি সম্পূর্ণ সূরা নাযিল করেছেন।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ্’র নামে শুরু করছি

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
নিশ্চয় আমি কুরআন অবতীর্ণ করিয়াছি লাইলাতুল কদরে।

وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
আর লাইলাতুল কদর সমন্ধে তুমি কি জানো?

لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ
লাইলাতুল কদর সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ।

تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ
সেই রাত্রিতে ফিরিশতাগণ ও রূহ্ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাহাদের প্রতিপালকের অনুমতিক্রমে।

سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ
শান্তিই শান্তি, সেই রজনী যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
[সূরা কদর: ৯৭, আয়াত: (১ – ৫)
.
লাইলাতুল কদর হলো ভাগ্য রজনী। রমদান মাসের লাইলাতুল কদরে পবিত্র কুরআন নাযিল হয়েছে। আর এই রাতেই সব প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির হয়।
.
রমদান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হিদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী।
(সূরা বাকারা: ২, আয়াত: ১৮৫)
.

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنْذِرِينَ
আমি একে নাযিল করেছি। এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী।

فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ
এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।
[সূরা আদ দোখান: ৪৪, আয়াত: (৩ – ৪)
.
অনেকে মনে করেন লাইলাতুল কদর প্রত্যেক বার রমদানের ২৭ তম রাতে হয়। কিন্তু হাদীসে বর্ণিত আছে রমদানের শেষ দশদিনের যে কোন রাতে লাইলাতুল কদর হতে পারে।
.
লাইলাতুল কদর সমন্ধে হাদীস:

✩ লাইলাতুল কদরের রাতটি অবশ্যই রমদান মাসে হবে।
.
✩ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘‘রমদানের শেষ দশদিনে তোমরা কদরের রাত তালাশ কর।’’
(বুখারী, হাদীস নং: ২০২০; মুসলিম, হাদীস নং: ১১৬৯)
.
✩ লাইলাতুল কদর রমদানের বিজোড় রাতে হওয়ার সম্ভাবনা বেশি।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
‘‘তোমরা রমদানের শেষ ১০ দিনের বিজোড় রাত গুলোতে কদরের রাত খোঁজ কর।’’
(বুখারী, হাদীস নং: ২০১৭)
.
✩ শবে কদর রমদানের শেষ সাত দিনে হওয়ার সম্ভাবনা বেশি।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
‘‘যে ব্যক্তি লাইলাতুল কদর (কদরের রাত) অন্বেষণ করতে চায়, সে যেন রমদানের শেষ সাত রাতের মধ্য তা অন্বেষণ করে।’’
(বুখারী : ২০১৫; মুসলিম : ১১৬৫)
.
✩ রমদানের ২৭ শে রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
উবাই ইবনে কাব হতে বর্ণিত হাদীসে এসেছে, তিনি বলেন যে,
আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে যে রজনীকে কদরের রাত হিসেবে কিয়ামুল্লাইল করতে নির্দেশ দিয়েছিলেন তা হল রমদানের ২৭ তম রাত। (মুসলিম, হাদীস নং: ৭৬২)
.
তাই শুধু রমদানের ২৭ তম রাতকে লাইলাতুল কদর হিসাবে মনে করা উচিত নয়। বরং রমদানের শেষ দশ রাতে লাইলাতুল কদর খোঁজ করা উচিত অর্থাৎ রমদানের শেষ দশ রাত আল্লাহ্’র ইবাদত করতে হবে।
.
লাইলাতুল কদর চেনার জন্য কিছু আলামত হাদীসে বর্ণিত হয়েছে:

১. রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
২. নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।
৩. মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।
৪. সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
৫. কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ্ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।
৬. ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
৭. সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মতো।
(সহীহ ইবনু খুযাইমাহ, হাদীস নং: ২১৯০; বুখারী, হাদীস নং: ২০২১; মুসলিম, হাদীস নং: ৭৬২)
.
লাইলাতুল কদরের ফযীলত:

✩ হযরত আবু হুরায়রা (রা) এই হাদিসের সনদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত পৌঁছিয়েছেন। তিনি বলেন: যে ব্যক্তি ঈমানের সাথে এবং মর্যাদা লাভের আশায় রমদান মাসের রোযা রাখে, তার পূর্ববর্তী জীবনের সমস্ত (সগীরা) গুনাহ মার্জিত হবে। আর যে ব্যক্তি “ লায়লাতুল কদরে ” ঈমানের সাথে এবং আল্লাহ্’র সন্তুষ্টি লাভের জন্য নামায আদায় করবে, তার পূর্ববর্তী জীবনের সমুদয় (সগীরা) গুনাহ মাফ হবে।
(সহিহ আবু দাউদ, হাদিস নং: ১৩৭২)
.
✩ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:

“হে মানবজাতি তোমাদের মাঝে পবিত্র রমদান মাস সমাগত এবং আল্লাহ্ তোমাদেরকে এই মাসে রোজা রাখতে নির্দেশ দিয়েছেন আর এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয় আর এই মাসেই আছে কদরের রাত যেটি হাজার মাস থেকে উত্তম এবং যে ব্যক্তি এই মাসের অনুগ্রহ হতে বঞ্চিত হলো সে ব্যক্তি সত্যিকার অর্থেই বঞ্চিত, দুর্ভাগা।” (মুসনাদ-ই আহমদ, পৃষ্ঠা-২৩০, হাদীস নং: ৭১৪৮ এবং সুনানে নাসাঈ, অধ্যায়-৫, রোযা-৫, রোযা, হাদীস নং: ২১০৬)
.
✩ আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘’নিশ্চয়ই কদর রজনীতে মালাইকাদের সংখ্যা পৃথিবীর সমুদয় কংকরের চাইতেও বেশি হয়’’।
(আহমাদ, হাদীস নং: ১০৭৩৪; সাহীহাহ, হাদীস নং:২২০৫)
.
✩ আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমদান মাসের শেষ দশকে এতো বেশি সাধনা করতেন যে, অন্য সময়ে তা করতেন না।
(মুসলিম, হাদীস নং: ২০০৯; তিরমিযি, হাদীস নং: ৭৯৬; ইবন মাযাহ, হাদীস নং: ১৭৬৭; মিশকাতুল মাসাবীহ, হাদীস নং: ২০৮৯)

✩ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
যে ব্যক্তি ঈমান ও সাওয়াব লাভের আশায় কদরের রাতে নফল সালাত আদায় ও রাত জেগে ইবাদত করবে আল্লাহ্ তার ইতঃপূর্বের সকল সগীরা গুনাহ ক্ষমা করে দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ