আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ ইং

লকডাউনে বাস চালু করার দায়ে চালকের জরিমানা

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের আরোপ করা লকডাউন চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে বাস চালু করার দায়ে মো. শহিদুল ইসলাম (৩৫) নামে এক বাসচালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ মে) ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  আব্দুল্লাহ-আল-মামুন এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত চালক মো. শহিদুল ইসলামের বাড়ি দিনাজপুর জেলায়। ইউএনও আব্দুল্লাহ-আল-মামুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, দিনাজপুর থেকে যাত্রী নিয়ে একটি বাস ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোচাবাড়ী এলাকায় আসলে পুলিশ তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানায়। খবর পেয়ে তৎক্ষণাৎ তিনি উপস্থিত হয়ে চালক মো. শহিদুল ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি অপরাধ স্বীকার করেন।
পরে সরকারি নির্দেশনা অমান্য করায় গণপরিবহন চালু করার দায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ