আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

দরিদ্র কৃষক বাবুলের জমির ধাঁন কেটে দিলো সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিবেদক :

বিশ্ব এক অজানা মহামারী করোনা ভাইরাসে স্থবির, তারই ধারাবাহিকতা চলছে বাংলাদেশেও। ঠিক এমন সময় চলছে দেশে ইরি-বোরো মৌসুমের ধান কাটা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির আহবানে করোনায় ঘরবন্দি কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিতে সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ মে) সকাল ৯টা থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের হাসনা গ্রামের কৃষক বাবুলের ৪৪ শতক ফসলি জমির ধান কেটে বাঁধাই সম্পূর্ন করে ঘরে তুলে দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এমেলদা হোসেন দীপা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলামের নেতৃত্বে ধাঁন কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বপ্ন স্যানাল, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, নিহাদ আল ইসলাম, রাকিবুল ইসলাম রকি এবং স্বেচ্ছাসেবক লীগের আরও অন্যান্য নেতৃবৃন্দ।

এবিষয়ে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ কৃষকের পাশে দাঁড়িয়েছি।

এছাড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকির হোসেন বলেন, দেশের যেকোনো দূর্যোগ মোকাবেলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সদা প্রস্তুত রয়েছে।

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ধান কাটা নিয়ে কৃষক বাবুল হোসেন বলেন, এই দূর্যোগের সময় এক বেলা পেট ভরে ভাত খাওয়া দুস্কর হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে করোনা মহামারীর কারণে শ্রমিক সংকট রয়েছে, এছাড়াও শ্রমিক নিয়ে তাকে হাজিরা দিয়ে ক্ষেতের ফসল ঘরে তোলা এখন শুধু স্বপ্নের মতো। আমি স্বেচ্ছাসেবক লীগের ভাইদের প্রতি কৃতজ্ঞ তারা আমার ফসল কেটে ঘরে এনে দিয়েছে। আমি খুবই খুশি তাদের এ ধরনের মহতী উদ্যোগের জন্য।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ