আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েশন অব আয়ারল্যান্ডের খাদ্য সামগ্রী বিতরণ

মোহাম্মেদ শুভ, বড়লেখা প্রতিনিধিঃ

গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েশন অব আয়ারল্যান্ডের অর্থায়নে অসহায় ও সু্বিধাবঞ্চিত মানুষের কল্যাণে পবিত্র মাহে্ রমজান উপলক্ষে মৌলভীবাজার জেলাতে মাসব্যাপী খাদ্য বিতরণী কাজের কর্মসূচি হিসাবে আজ ৪মে (মঙ্গলবার) গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েশন অব আয়ারল্যান্ড শাখার অর্থায়নে ও আবর্তমানবতার সংঘটন বড়লেখা মাইজপাড়া যুব কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় আর.কে লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সভাপতিত্বে ও মাইজপাড়া যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় দূপুর ২ঘটিকার সময় বড়লেখা রোকিয়া খাতুন লাইসিয়াম স্কুলের সম্মুখে অনুষ্ঠিত বড়লেখা পৌরঃশহরে অবস্থানরত শতাধিক অসহায় ও সু্বিধাবঞ্চিত নারী পুরুষদের মাঝে রমজান সামগ্রী বিতরণী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা হাজিগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক আব্দুল হান্নান,সাবেক ছাত্রনেতা ও ইতালি প্রবাসী ইমদাদুল ইসলাম সজল,মাইজপাড়া যুব কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আহাদ,সমাজসেবক ও মিডিয়া কর্মী আহবাব চৌধুরী,সাবেক কৃতি ফুটবলার আব্দুর রহমান,বড়লেখা হাজিগঞ্জ বাজার বণিক সমিতির যুগ্ন আহবায়ক জাবেদুল ইসলাম সবুজ,যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের সিনি:সহ:সভাপতি ও ব্যাংকার আমিনুল বাবলু,যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের সহ:সভাপতি ও ক্রিড়া ব্যক্তিত্ব জামিল আহমদ,নজরুল ইসলাম,বড়লেখা মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শুভ সহ বিভিন্ন মহলের নেতৃবর্গ উপস্থিত ছিলেন।

উল্যেখ্য,পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা পর্ব শুরু হয় এবং আর.কে লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সমাপনী ব্যক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। উপস্থিত অতিথিবৃন্দ গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েশন অব আয়ারল্যান্ডের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন পাশাপাশি গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েশন অব আয়ারল্যান্ডের সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ