ঠাকুরগাঁওয়ে ইমরান নামের এক যুবকের পোষা খরগোশকে কামড়েছে রবিউল নামের এক শিক্ষকের কুকুর। এ ঘটনার প্রতিবাদ করায় ইমরানকে মেরে হাত ভেঙে দিয়েছেন শিক্ষক রবিউল। এ ঘটনায় ওই শিক্ষককে আটক করেছে সদর থানা পুলিশ।সোমবার (৩ মে) সন্ধ্যায় পৌর শহরের গোয়ালপাড়ায় এ ঘটনা ঘটে। আটক শিক্ষক রবিউল ইসলাম সেনুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর ইমরান ওই এলাকার মৃত নয়নের ছেলে।জানা যায়, ইমরানের পোষা খরগোশকে রবিউলের পোষা কুকুর কামড়ে নিয়ে যাচ্ছিলো। এসময় সেখানে শিশুদের চিৎকার শুনে ইমরান বিষয়টি দেখতে পায়। পরে সে কুকুরটির দিকে ঢিল ছুঁড়লে কুকুরটি খরগোশটিকে ছেড়ে দেয়। পরে ইমরান নিজের পোষা খরগোশের বাচ্চাটিকে কোলে নিয়ে কান্নাজড়িত কন্ঠে রবিউলকে গালাগালি করে। এটি শুনতে পেয়ে রবিউল বাড়ি থেকে বের হয়ে ইমরানের সাথে বাক বিতন্ডা ও এক পর্যায়ে হাতাহাতিতে জড়ায়।পরে হাতাহাতির এক পর্যায়ে রবিউল একটি লোহার রড দিয়ে ইমরানকে পেটান। এ সময় ইমরানের হাত ভেঙে যায়। ইমরানের মা ছেলেকে বাঁচাতে গেলে রবিউল তাকেও মারপিট করে আহত করেন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।এ বিষয়ে ইমরানের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে রবিউলকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ সদর হাসপাতালে গিয়ে ইমরান ও তার মায়ের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, ঘটনা জানার পরই পুলিশ গিয়ে রবিউল ইসলামকে আটক করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।