আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

নওগাঁর আত্রাইয়ে দুঃস্থরা পেলো প্রধানমন্ত্রীর উপহার

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ,প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে অসহায়, দুঃস্থ ও কর্মহীন একশত ত্রিশ পরিবার পেলো প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা উপহার। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপহার সামগ্রী তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম উপস্থিত ছিলেন।
জানা যায়, মুজিব বর্ষ এবং মহামারী করোনা ভাইরাস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আত্রাইয়ে এক’শ ত্রিশ পরিবারকে উপহার স্বরুপ ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ প্যাকেট সেমাই ও ১ টি সাবান দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় মাননীয় প্রধান মন্ত্রীর মানবিক সহায়তা উপহার একশত ত্রিশ পরিবারকে দেয়া হলো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ