আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

সিরাজগঞ্জের মাদক ব্যবসা ও জুয়া খেলায় বাধা দেয়ায় একজনকে কুঁপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক :

সদর উপজেলার ছোনগাছায় মাদক ব্যবসা ও জুয়া খেলা নিষেধ করায় জাকির হোসের (৩৫) কে কুপিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।আহত জাকির ছোনগাছা ইউনিয়নের চর ছোনগাছা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। মামলায় জানাযায়, পাচিল গ্রামের ওয়াজেদুল ইসলামের ছেলে সোহাগ রানা (২৬) শামীম হোসেন (২৭), হারুনের ছেলে মারুফ (২৮), হাফিজুলের ছেলে সুজন (২৭), আওয়াল (নেঙ্গার) ছেলে রিপন (৩০), পাগলা শহিদুলের ছেলে আবুল (৩০) ও পাচিল গোয়ালপাড়া গ্রামের মতিনের ছেলে রব্বানী(২৭), মিলন, কাশেম ডাক্তারের ছেলে তরুনসহ অজ্ঞাত ৩/৪ জন বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে চর ছোনগাছা গ্রামের জনৈক আবুল কালামের ইউকালেক্টও গাছের বাগানের মধ্যে অসামাজিক কার্যকালাপ করছে। এসময় জাকির নিষেধ করলে মাদক ব্যবসায়ীরা সোহাগ ক্ষিপ্ত হয়ে এলোপাথারী ভাবে লাঠি, রড, দ্বারা সমস্ত শরীরে মারপিট করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীর সোহাগ রানা হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় কোপ ছুড়ে পালিয়ে যায়। পরে আহত জাকিরকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এঘটনায় আহতর দুলাভাই চন্দ্রকোনা গ্রামের মৃত মতিউর রহমান খানের ছেলে তোজাম খান সদর থানায় একটি মাাাম লম দায়ের করেন।এবিষয়ে সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, মামলা হয়েছে, আসামি আটকের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ