আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

খুলনার আ‌ফিল‌গেট ট্রেন ট্রা‌কের সংঘর্ষ

জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনা:

শনিবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময় খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট রেলক্রসিংয়ে মংলা থেকে যশোর গামী ট্রাক- ঢাকা মেট্রো ট ২২-৩১৩৯ ড্রাইভার (১) ইউনুস আলী (৩৫) ,পিতা- মৃত দেলোয়ার হোসেন,সাং- রঘুনাথপুর, থানা -কালীগঞ্জ,জেলা- ঝিনাইদহ,(২) হেল্পার হাসান (২৭), পিতা- শিপন,সাং- রঘুনাথপুর কুলাপাড়া,থানা- কালিগঞ্জ,জেলা -ঝিনাইদহ সেভেন রিংস সিমেন্ট মংলা থেকে ঝিনাইদহ কালীগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় উল্লেখিত স্থানে আসিয়া ট্রাকটি রেল ক্রসিংয়ের সিগন্যাল পাস অমান্য করিয়া, বিপরীত পাশ দিয়ে যাওয়ার সময়,যশোর থেকে খুলনাগামী ট্রেনের ইঞ্জিন বেড নং- ৩৩ চলে যাই ।আনুমানিক ১০০ গজ দূরে ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে রেল ক্রসিংয়ের সিগন্যাল যেখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। তার পাশে গেটম্যান দের বসবাস করা ঘরের উপর যেয়ে পড়ে। ড্রাইভার ইউনুস আলীর শরীরের বিভিন্ন জায়গায় কাটা, আঘাতপ্রাপ্ত এবং হেল্পারকে মুমুর্ষ অবস্থায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য স্থানীয় লোকজন দ্রুত পাঠিয়ে দেয়,খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের খানজাহান আলী একটি ইউনিট আসে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ