সাদ্দাম হোসেনঃ
সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন অফ এসসিপিএসসি: এক্স-ক্যাপ’ এর অন্যতম অঙ্গ সংগঠন- এক্স-ক্যাপ ভলান্টিয়ার ফ্রন্ট (Ex Cap Volunteer Front) এর উদ্যোগে রমজান মাসব্যাপী “এক টুকরো উপহার” কার্যক্রম চালু করা হয়েছে। তাদের সাপ্তাহিক এই সহযোগিতা কার্যক্রমের আওতায় করোনা পরিস্থিতিতে লকডাউনের জন্য কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ মানুষের দ্বারে দ্বারে প্রতি শুক্রবার খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই সংগঠনটি এই কার্যক্রমের আওতায় ডগরমোরা, চাপাইন, রাজাশন, বেদেপাড়া, ফুলবাড়িয়াসহ সাভারের বিভিন্ন এলাকার কয়েকশত কর্মহীন, অসহায়, দুঃস্থ মানুষের কাছে তাদের উপহারের প্যাকেট পৌঁছে দিয়েছে।
তাদের ‘এক টুকরো উপহার’ নামক কার্যক্রমে মুগ্ধ সাভারের সর্বস্তরের জনগণ। কেননা তাদের উপহারে ছিলো না কোন সংগঠনের চাক-চিক্যময় স্টিকার অথবা কোন নেতার সাথে রাস্তার পাশে ফটোসেশন। শুধু ‘এক টুকরো উপহার’ লেখা প্যাকেটগুলো ভ্যানে ভ্যানে করে চলে গিয়েছে ডগরমোরা, চাপাইন, রাজাশন, বেদেপাড়া, ফুলবাড়িয়াসহ সাভারের কেন্দ্র হতে দূরে অসহায় মানুষদের প্রাঙ্গনে।
এব্যাপারে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে এক্স-ক্যাপ ভলান্টিয়ার ফ্রন্টের আহ্বায়ক তামীম আল দিরা খান রাদ বলেন, করোনায় লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা করাই আমাদের এই কার্যক্রমের মুখ্য উদ্দেশ্য। আমাদের কার্যক্রম রমজান মাসব্যাপী অব্যাহত থাকবে। এসময় তিনি সমাজের বিত্তবানদের প্রতি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এক্স-ক্যাপ ভলান্টিয়ার ফ্রন্টের যুগ্ম-আহ্বায়ক
মো. গোলাম ফারুক অভি গণমাধ্যমকে বলেন,
রাজনৈতিক নেতাদের সাথে ফটোসেশন করে বা চাকচিক্যময় স্টিকার ব্যবহার করে নিজেদের জাহির করা আমাদের উদ্দেশ্য নয়৷ আমাদের উদ্দেশ্য অসহায় ও দুঃস্থ মানুষদের সহযোগিতা করা। এজন্য যতটুকু করা প্রয়োজন আমরা ঠিক ততটুকুই করছি। উপহার প্রদানের সময় যাতে যাদের সহযোগিতা করা হচ্ছে তারা কোন প্রকার বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না হন তা খেয়াল রাখা হচ্ছে বলে গণমাধ্যমকে জানান তিনি।
এব্যাপারে এক্স-ক্যাপের ছাত্র ও সমাজকল্যাণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রবিন বলেন, কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে দেয়া বর্তমান লকডাউনে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। গতবছর অসহায়, দুঃস্থ ও কর্মহীন মানুষের পাশে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি যেভাবে ব্যাপকভাবে দাঁড়িয়েছিল এবছর সেভাবে তারা দাঁড়াচ্ছে না। এজন্য করোনায় দ্বিতীয় ধাক্কায় দেয়া লকডাউন অসহায় ও দুঃস্থ মানুষরা মানছে না৷ জীবিকার তাগিদে তারা বাসার বাইরে বেরিয়ে আসছে। অসহায় ও দুঃস্থ মানুষদের সহযোগিতার জন্য এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমাদের যাদের সামর্থ্য আছে তারা সকলে যদি অসহায় মানুষের পাঁশে দাড়িয়ে তাদের সহযোগিতা করি তাহলে হয় তো লকডাউনে তাদের জীবিকার তাগিদে বাইরে বের হতে হবে না। এতে করে কোভিড-১৯ এর দ্বিতীয় ধাক্কা সফলভাবে মোকাবেলা করা সম্ভব হবে।
এব্যাপারে এক্স-ক্যাপের প্রচার সম্পাদক এ.এইচ.এম আশরাফ উদ্দিন পুষণ বলেন, মানুষ মানুষের জন্য। একের বিপদে অন্যে এগিয়ে আসবে এটিই স্বাভাবিক। আর এরই ধারাবাহিকতায় এক্স-ক্যাপ ভলান্টিয়ার ফ্রন্ট আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। কোভিড-১৯ এর দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় অসহায় ও দুঃস্থ মানুষরা যাতে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারে সেজন্য তাদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে এক টুকরো উপহার। অদূর ভবিষ্যতে দেশের ক্রান্তিলগ্নে এক্স-ক্যাপ ভলান্টিয়ার ফ্রন্ট মানুষের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এব্যাপারে এক্স-ক্যাপের কোষাধ্যক্ষ ও অর্থ বিষয়ক সম্পাদক সাদবী বিন মোর্শেদ গণমাধ্যমকে বলেন, এক্স-ক্যাপ ভলান্টিয়ার ফ্রন্টের এই উদ্যোগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। তারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে। ভবিষ্যতেও তারা আমাদের সমাজসেবা মূলক কর্মকান্ডে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে৷ এসময় তিনি অন্যান্য ছাত্র ও সমাজসেবী সংগঠনকেও করোনার দ্বিতীয় ধাক্কায় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রতি আহ্বান জানান৷
এক্স-ক্যাপ ভলান্টিয়ার ফ্রন্টের ‘এক টুকরো উপহার কার্যক্রম’ সমাজের সর্বস্তরের মানুষ কর্তৃক প্রশংসিত হয়েছে। প্রতি শুক্রবার তারা তাদের উপহার অসহায় মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে। তাদের এই কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করছে এলিগেন্স ফাউন্ডেশন, তাদের জন্য ফাউন্ডেশন এবং ফোর্থ ওয়ার্ল্ড ফাউন্ডেশন।