আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

৫ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২১ শুরু

ইমাম হোসেন :

”চাই সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা”
(l want socially responsible journalism) শ্লোগানকে সামনে রেখে আজ পহেলা মে শনিবার শুরু হচ্ছে জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২১। ১-৭ মে সপ্তাহটি এবছর ৫ম বারের মত ভিন্নভাবে দেশে অনুষ্ঠিত যাচ্ছে ৫ম জাতীয় গনমাধ্যম সপ্তাহ। দেশে একমাত্র বৃহত্তম সাংবাদিক বান্ধব সংগঠন ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ কতৃক দাবিকৃত জাতীয় গনমাধ্যম সপ্তাহ কেন্দ্র থেকে জেলা -উপজেলায় অনলাইন/জুম মিটিংয়ের মাধ্যম আলোচনা ও প্রচারাভিযানের আয়োজন করেছে সংগঠনটি।

প্রতিবারের মত এবার গনমাধ্যম সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাতিল পূর্বক বর্তমানে বিশ্বের দেশ-বিদেশে কোভিট-১৯ তথা করোনা ভাইরাস সংক্রামনের ফলে মহামারী আকার ধারন করায় এবারের জাতীয় গনমাধ্যম সপ্তাহ উধযাপনে অনলাইনে /ভাচু্য়্যালি আলোচনা সভা, ১৪ দফা দাবির প্রচার-প্রচারনার ছাড়া তেমন কোন আনুষ্ঠানিকতা থাকছেনা। মহামারী করোনার প্রকোপের কারনে ঢাকায় ৭মে’র জাতীয় সমাবেশও স্থগিত করা হয়েছে।

গণমাধ্যম সপ্তাহ-২০২১ উপলক্ষে একমাত্র বৃহত্তম সাংবাদিক বান্ধব সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে দেশের সকল মিডিয়া ও সাংবাদিকদের শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আহমেদ আবু জাফর সপ্তাহটি উদযাপনের জন্য সকল গনমাধ্যম কর্মী সহ দেশের সকলের নিকট আহবান জানিয়েছেন।

এ বিষয় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর জানান, দেশে শিক্ষা সপ্তাহ, কৃষি সপ্তাহ, মৎস্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, প্রকৌশলী সপ্তাহ, ফায়ার সপ্তাহ সহ রয়েছে অগনিত সপ্তাহ। সাংবাদিকদের রয়েছে গণমাধ্যম দিবস। সেটি বিশ্বের অধিকাংশ রাষ্ট্রে সরকারী ভাবে পালন করলেও ব্যতিক্রমী বাংলাদেশ। এজন্যই ৩মে গণমাধ্যম দিবসকে মাঝে রেখে বিগত ৪ বছর ধরে সারাদেশে উদযাপিত হয়ে আসছে জাতীয় গনমাধ্যম সপ্তাহ। সপ্তাহটি রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রতি বছর মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিএমএসএফ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি পাঠিয়ে আসছেন গনমাধ্যম কর্মীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ