আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

পুঠিয়ায় নিখোঁজ নারীর সন্ধান মিলেছে

নিজস্ব প্রতিবেদক,আতিক খাঁন :

রাজশাহীর পুঠিয়ার তথাকথিত সাথী প্যাথলজির কর্মচারী রুবিনা খাতুন (১৭) গত ১৩/৪/২০২১ ধরে নিখোঁজ ছিলেন । গত ২ এপ্রিল ১০টার দিকে তিনি ডায়াগনস্টিক সেন্টারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।
এ ঘটনায় মঙ্গলবার (১৩ এপ্রিল) নিখোঁজ তরুণীর মা পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন । নিখোঁজ তরুণীর বাড়ি চারঘাট উপজেলার বড় বালাদিয়াড় গ্রামে। তিনি সাথী প্যাথলজির আয়া ছিলেন। কিন্তু পরবর্তীতে রুবিনার ফ্যামিলি ও পুঠিয়া থানা সূত্রে জানা যায় যে, সে অপরাজিতা ফ্যাশন হাউজে বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতো।
ওই তরুণীর বাবা জানান, তার মেয়ে ১০টার দিকে বাড়ি থেকে কর্মস্থল পুঠিয়া উপজেলার সাথী প্যাথলজি সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। গত ৩ এপ্রিল বাবা-মা গিয়ে ওই প্যাথলজিতে খোঁজ করেন। প্যাথলজি কর্তৃপক্ষ জানান, তিনি গত ২৭ শে ফেব্রুয়ারি বেতন নিয়ে চলে গেছেন। আর ফিরে আসেনি ।পরবর্তীতে জানা যায় যে,মার্চের ১ তারিখ থেকে অপরাজিতা ফ্যাশন হাউজে কর্মরত ছিল এবং সেখান থেকেই নিখোঁজ হয়। পুঠিয়া থানার অফিসার্স ইনচার্জ সোহরাওয়ার্দী, গণমাধ্যমকর্মীদের কে জানান , নিখোঁজ তরুণীর মা থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন । বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে ওই তরুণী কে (রুবিনা১৭) উদ্ধার করে তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ