দোহার নবাবগঞ্জ প্রতিনিধি
করোনা সংক্রমণ রোধে বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদের উদ্যোগে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন রাস্তায় আজ জনসচেতনতা লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদ নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গত তিন বছর যাবৎ নানামুখী সমাজসেবামূলক কর্মকান্ডে অংশগ্রহন করে আসছে। দেশের ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস সংক্রমণরোধে সংগঠনটির নেয়া আজকের কর্মসূচী প্রশংসা কুড়িয়েছে সকল সহলের। মুদি দোকানদার নুরু মিয়া বলেন, এলাকায় অনেক ধনী ব্যক্তি রয়েছে। করোনা মোকাবেলা তেমনভাবে কাউকে এগিয়ে আসতে দেখিনি। অথচ বেকার ছাত্রদের এই স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ দেখে খুবই ভালো লাগছে।