আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং

লক্ষ্মীপুরে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালকের মৃত্যু

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি

 

লক্ষ্মীপুরে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে মুচড়ে গেছে। এসময় লেগুনা চালক নিহত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার রামগতি সড়কের সূতার গোপটা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মিজান। তিনি কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়েনের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগামী একটি লেগুনা রামগতির দিকে যাচ্ছিল। এ সময় লেগুনাটি সুতার গোপটা নামক এলাকায় পৌচালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কাদিলে ধুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মিজানের মৃত্যু হয়।
লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত চালকের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ