মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে দওপাড়া ইউপি সদস্য মিরন হত্যার মামলার আসামী মিলনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিলন দওপাড়া ইউনিয়নের অভির খিল এলাকার দেলোয়ার হেসেনের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান ,গ্রেফতারকৃত মিলনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ তার বাড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।