শিশির খাঁন,ফরিদপুর জেলা প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার অংশ হিসেবে ফরিদপুর শহর ছাত্রলীগের উদ্যোগে টানা নবম দিন(২২ এপ্রিল) অসহায় গরিব ও ছিন্নমূল লোকদের মাঝে ইফতার সামগ্রি বিতরন করা হয়।এসময় উপস্থিত ছিলেন শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমামুল মিয়া আজম, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান, মীর মোহম্মদ শান্ত প্রমুখ, ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ আল হাসান হুজাইফা।শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমামুল মিয়া আজম বলেন, চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের মাঝে এই কঠিন সময়ে গরীব অসহায় মানুষেরা বিপদের মধ্যে আছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের অসহায় ও দারিদ্র মানুষের পাশে আমরা সব সময় আমাদের সর্বোচ্চ দিয়ে সাহায্য সহযোগিতা করবো।তারা আরো জানান, জেলা ছাত্রলীগের এই কর্মসূচী সারামাস ব্যাপি চলমান থাকবে।