সাদ্দাম হোসেন:
ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পলাশী এলাকায় অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছে জহুরুল হল ছাত্রলীগ। গতকাল বুধবার হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজার নেতৃত্বের এই ইফতার বিতরণ করা হয়।এবিষয়ে আমির হামজা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ও ক্ষুদামুক্ত দেশ তৈরীতে সারাদেশব্যাপী ছাত্রলীগ যে ভূমিকা রাখছে তারই একটি অংশ মাত্র এটি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাইয়ের তত্ত্বাবধানে আমার এ কার্যক্রম চলতেই থাকবে যতদিন মানুষের জীবন স্বাভাবিক না হয়।উল্লেখ্য, আমির হামজা দীর্ঘদিন যাবৎ নিজেকে মানবতার সেবায় নিয়োজিত রেখেছেন। ২০১৯ সালে বন্যা কবলিত এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সময় অসহায়দের পাশে দাঁড়াতে দেখা যায় আমির হামজাকে।