আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

লক্ষ্মীপুরে পুলিশের কুইক রেসপন্স টিম গঠন

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি

 

করোনাভাইরাস প্রতিরোধ ও জনগণকে এ সংক্রান্ত সেবা দিতে লক্ষ্মীপুরে ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে জেলা পুলিশ প্রশাসন। বুধবার (২৫ মার্চ) বিকেলে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানের নির্দেশনায় ১৫ সদস্যের এ টিম গঠন করা হয়।

পরে জনসচেতনতা জোরদার করতে জেলা শহরের বিভিন্ন স্থানে ‘কুইক রেসপন্স টিম’ মহড়া দেয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া ও ওসি তদন্ত মোহাম্মদ মোসলেহ উদ্দিনের নেতৃত্বে এ মহড়ায় টিমের সদস্যরা অংশগ্রহণ করেন।

করোনাভাইরাস সংকট মোকাবেলায় লক্ষ্মীপুরে এ টিমের সদস্যরা নিয়মিত সেবা প্রদান করবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।

তিনি জানান, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের অতিদ্রুত সেবা প্রদান এবং ব্যবহারিক আসবাবপত্র ও যানবাহনে জিবানু নাশক ওষুধ স্প্রে করাসহ জনসচেতনতায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এ টিমের সদস্যরা।

কুইক রেসপন্স টিমের সকল সদস্যের পারসনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ