নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘোষগাঁতী মহল্লায় অভিযান চালিয়ে কোকেনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।আটকেরা হলেন-উল্লাপাড়া উপজেলার কৈবর্তগাঁতী গ্রামের মো. হাফিজুর রহমান (৩১), সুবোদ্য মরিচ গ্রামের মো. আব্দুল জুব্বার (২৪), শুকলহাট গ্রামের বাচ্চু কুমার হালদার আশীষ (৩৬) এবং পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ময়দান দিঘী গ্রামের মো. জাহিদ হাসান (৪০)।এ বিষয়ে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী পালপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ৫৮ লাখ টাকা মূল্যের ৫৮০ গ্রাম কোকেনসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল সেট জব্দ করা হয়।তিনি আরও জানান, আটকেরা মাদক কারবারী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ব্যাপারে উল্লাপাড়ায় মডেল থানায় মামলা হয়েছে। আটকদের বুধবার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।